এক নজরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে ধামইরহাট উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ১৪৮ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ২০০০০ জন সদস্য রয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ১০ কোটি টাকা, সঞ্চয় ২০ কোটি টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ২৭ কোটি টাকা। সমবায়ের মাধ্যমে এ উপজেলায় ৩০ জনের কর্মসংস্থান হয়েছে। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০২০-২০২১ অর্থ বছরে অডিট ফি বাবদ ০.৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ০.৩০ লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ৫০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস