আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মাননীয় উপদেষ্টা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ১৪ জুলাই, ১৯৯৯ সালে কুমিল্লা জেলার মুরাদনগরে জন্ম গ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী ছাত্র কর্মী , যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান ব্যক্তিত্ব, ২০২৪ সালের বাংলাদেশের কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পালানোর মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল।
জনাব আসিফ ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং তার উচ্চ মাধ্যমিক শিক্ষা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিস) এর একজন ক্যাডেট সার্জেন্ট ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন।
জনাব আসিফের সমাজসেবামূলক কার্যক্রম ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়। এরই অংশ হিসেবে, তিনি ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন। দীর্ঘ সময় ধরে তিনি সড়ক নিরাপত্তার জন্য আওয়াজ তুলছেন, ২০১৯ সালে নিরাপদ সড়ক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর ন্যায়পরায়ণতার জন্য তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করতে সোচ্চার হয়েছেন। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর উচ্চস্বরে প্রতিবাদের কারণে তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় একাধিকবার কারাবরণ করেছেন। শুধু তা-ই নয়, জনাব আসিফ তাঁর সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী সরকারের এবং তাদের সহায়ক সংগঠনের বিরুদ্ধে নির্যাতন ও অবিচারের প্রতিবাদ করেছেন। সম্প্রতি, আসিফ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলেন। এই আন্দোলন এক বিশাল গণবিপ্লবে পরিণত হয় এবং ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে, যার ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন আসে। তাঁর নেতৃত্ব এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবদান তাঁকে জাতীয় স্বীকৃতি এনে দিয়েছে।
আগস্ট, ২০২৪ সালে, জনাব আসিফ নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র নেতা থেকে উপদেষ্টা হিসেবে যাত্রা, দ্রুত উত্থান তাঁর অসাধারণ নেতৃত্বের সক্ষমতাকে সঠিকভাবে প্রতিফলিত করে। তিনি একজন ভালো ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত। তিনি তাঁর জীবন এই সাহসী জাতির কল্যাণ ও মহান উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তার দৃষ্টি হল ন্যায়বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।
মোঃ নজরুল ইসলাম
সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
জনাব মোঃ নজরুল ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে ৬ জানুয়ারি ২০২৫ তারিখে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের এ কর্মকর্তা ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাকুরি জীবনের শুরুতেই সততা ও দক্ষতার পরিচয় দেয়ায় ১৯৯৫ সালে তিনি জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত হন এবং প্রায় তিন বছর সে দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া, তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়; সচিবের একান্ত সচিব পদে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখেন। এছাড়া তিনি বিল গেটস ফাউন্ডেশনের একটি প্রকল্পে ‘প্রকল্প সমন্বয়কারী’ পদে লিয়েনে দায়িত্ব পালন করেন।
মাঠ প্রশাসন, সচিবালয় ও উন্নয়ন প্রশাসনে অভিজ্ঞ একজন দক্ষ ও সম্ভাবনাময় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করা সত্বেও অন্যায়ভাবে ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়। তথাপি তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পৌরসভার আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা আনয়ন, পৌরসভার আয় বৃদ্ধি ও পৌর এলাকার জনগণের জীবনমান উন্নয়নে পৌরসভার সেবাপ্রদান কার্যক্রমে গুণগত পরিবর্তন সাধন করেন। পরবর্তীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে তাঁকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। তিনি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে ভূমিকা রাখেন। এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। সচিব পদে পদোন্নতির পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের রুটিন সচিব হিসেবে প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করেছেন।
মোঃ নজরুল ইসলাম ১৯৬৭ সালের ৩১ জুলাই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স, ট্রেজারি ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা ও বিএমএ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মালয়েশিয়াতে এডুকেশনাল ম্যানেজমেন্ট ও ভারতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত । তিনি দুই পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক।
মোঃ শরিফুল ইসলাম
নিবন্ধক ও মহাপরিচালক
জনাব মোঃ শরিফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ২৮-১১-২০২৩ তারিখে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে চাকরিতে প্রথম যোগদান করেন।
তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে ১৯৬৬ সালের ২১ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৮২ সালে যশোর জেলার চৌগাছা শাহাদত মাধ্যমিক বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৪ সালে ঢাকা কলেজ হতে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্সে অনার্স এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পেশাগত প্রয়োজনে তিনি মালয়েশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী জনাব ইশরাত জাহান বর্তমানে যুগ্ম সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত আছেন। তাঁদের ২টি পুত্রসন্তান আছে।
যুগ্ম-নিবন্ধক
মোবাইল নং : ০১৭১৩১৪৯১২১
ফোন (অফিস) : ০২৫৮৮৮৫৫৫৪৬
ই-মেইল : jr.rajshahi@coop.gov.bd (অফিস) , mokhles.coop24@gmail.com (ব্যাক্তিগত)
ব্যাচ (বিসিএস) : ২৪
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ২৬ এপ্রিল ২০২৩
জেলা সমবায় কর্মকর্তা
মোঃ হারুনুর রশীদ
উপজেলা সমবায় অফিসার
ধামইরহাট, নওগাঁ
মোবাইলঃ ০১৯৫৮০৬২০১০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস